শেখ নজরুল ইসলাম, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউপির ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পিইসিই-২০১৪ ব্যাচ এর উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অত্র প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে ভেড়িগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী রানা’র পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম (মাস্টার) সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষার্থী ১ম শ্রেণীতে ২৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জনে পাস করে এবং প্রথম ৫ জন কে পুরস্কার দেওয়া হয়। ২য় শ্রেণীর ২৯ জনের মধ্যে ২৮ জন পরীক্ষার্থীদের ২৪ জনে পাস করে এবং ৫ জন কে পুরস্কার দেওয়া হয়। তৃতীয় শ্রেণির ৩৯ জনের মধ্যে ৩৮ জন পাস করে এবং ৫ জন কে পুরস্কার দেওয়া হয়। চতুর্থ শ্রেণীর ৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩৬ জন পাস করে এবং প্রথম ৫ জন পরীক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। ৫ম শ্রেণীর ৫২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫১ জন শিক্ষার্থী পাস করে এবং ১১ জনে A+পায়, এঁদের মধ্যে প্রথম মেধাবী ৫ জন কে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে পিইসিই-২০১৪ ব্যাচ এর উদ্যোগে সকল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদাণ করা হয়।
Leave a Reply