শেখ নজরুল ইসলামঃ মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটি’র মেধা যাচাই প্রতিযোগিতায়, তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায়, মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন বিভাগের হলরুমে, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় তিন হাজার এর বেশি শিক্ষার্থীরা, এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার, এর উদ্যোগে জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়।
এই মেধা যাচাই পরীক্ষার ফলে শিক্ষার্থী’রা আরও মেধাবী হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, এম নাসের রহমান।
Leave a Reply