শেখ নজরুল ইসলামঃ সিলেট বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হলেন রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সওকত মাসুদ ভূইয়া। অবৈধ মালামাল উদ্বার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং দ্রুত সময়ে মামলা তদন্ত ও মামলা নিস্পত্তি করায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হন তিনি।
সোমবার (১০ জুলাই) বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা এর কাছ থেকে রাজনগর থানার কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ সওকত মাসুদ ভূইয়া শ্রেষ্ঠ তদন্তকারী অফিসারের সন্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সওকত মাসুদ ভূইয়া বলেন, শ্রেষ্ঠ অফিসার হওয়া আমার জন্য গর্বের। অপরাধ রোধ করা এবং দ্রুত সময়ে মামলার তদন্ত শেষ করা আমাদের কাজ। আমি মনে প্রাণে সেই কাজ করার চেষ্ঠা করি। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি। কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় স্যারসহ সকল উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ সওকত মাসুদ ভূইয়া নির্বাচিত হওয়ায় রাজনগর থানার সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply