শেখ নজরুল ইসলামঃ মৌলভীবাজারের রাজনগরে গোপন সংবাদের বৃত্তিতে রাজনগর থানা পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিছ ইয়াবাসহ একজন ও ৪২ (বিয়াল্লিশ) পিছ ইয়াবাসহ অন্য এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর এর নেতৃত্বে ০৩ ডিসেম্বর রাত ১১.৩০ ঘটিকার সময় রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তোফায়েল আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজনগর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া তেলিজুরী গ্রামের মৃত আজিদ মিয়া’র ছেলে পিন্টূ মিয়া কে ২০০ (দুইশত) পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন, ধৃতকালে ১ জন আসামী ঘটনাস্থল হইতে দৌড়াইয়া পলায়ন করে। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অন্য একটি অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব হুমায়ূন কবীর এর নেতৃত্বে ০৪ ডিসেম্বর রাত ০৮.৫৫ ঘটিকার সময় উপপরিদর্শক (এসআই) উবায়েদ আহমদ সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানাধীন ০৪ নং পাঁচগাঁও ইউপিস্থ খুসকিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মৃত আকবর মিয়ার ছেলে জাকির মিয়া (জিগির) (৪৩) কে ৪২ (বিয়াল্লিশ) পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন। ধৃত আসামী জাকির মিয়া (জিগির) এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
Leave a Reply