বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে সূচনা কনসোর্টিয়ামের সহযোগিতায় উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের হলরুমে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খানের সভাপতিত্বে সূচনা কর্মসূচির জিসিডিও স্বপন নাইডুর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সূচনা কর্মসূচির উপজেলা ম্যানেজার সাইকা উম্মাশীহ, নিউট্রিশন সেভ দ্যা চিলড্রেনের টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ, প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারী আব্দুস সালাম, রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাধরাণ সম্পাদক আক্তার হোসেন সাগর, টেংরা ইউপি সদস্য রমজান আহমদ, উপজেলা সমাজ সেবা অফিসের সমাজকর্মী জাহানারা বেগম, কৃষি অধিদপ্তরের রাজনগর কার্যালয়ের উপসহকারী যিশু দেবো প্রমুখ।
সূচনা প্রকল্পের মাধ্যমে সফল উপকারভোগী ঝিমলী দেব বলেন আমাকে সূচনা থেকে হাঁস মুরগী পালনের টাকা এবং সবজী চাষের বীজ চারাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। আমি সূচনা প্রকল্পের সহায়তায় এখন পরিবারের আর্থিক সহায়তা করতে পারি। এছাড়াও সূচনা প্রকল্পের মাধ্যমে সফল উপকারভোগী শিল্পী আক্তার, লাইলি বেগম তাদের সফলতার কথা তুলে ধরেন।
Leave a Reply