সুপ্রাকান্দি গ্রামে বসবাস করেন প্রায় ৪ হাজার মানুষ, প্রায় ১৫০০ শিক্ষার্থী রয়েছেন। যারা মাদ্রাসা,স্কুল,কলেজে অধ্যয়নরত। অনেকেই যাতায়াত ব্যবস্থা কষ্টকর হওয়ায় শিক্ষাবঞ্চিত। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়েছে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ব্যবস্থা কষ্টকর হওয়ায় অনেকেই শিক্ষা বঞ্চিত রয়েছেন। সাধারণ মানুষ সারাদিন ঘরে বসে থাকবে তবুও বাজারহাটে যেতে চায় না। শুধুমাত্র এজন্য যে দুই কিলোমিটার রাস্তা হেটে যেতে হবে। কেউ অসুস্থ হলে,চিকিৎসা সেবার ব্যবস্থা নেই। এত দুর্গম গ্রাম তবুও নেই প্রাথমিক কোন চিকিৎসা কেন্দ্র। প্রসূতি মায়েদের যখন ডেলিভারি ব্যথা শুরু হয়,তখন নামাজের চৌকিতে করে ২ কিলোমিটার পথ হেটে পাড়ি দিতে হয়। তারপর গাড়ির দেখা মিলে। সাধারণত গাড়ি গ্রামে আসেনা। হঠাৎ এক দুটা রিস্কা নিয়ে আসে। কেউ যদি আকস্মিকভাবে অসুস্থ হয়ে যায়, তাহলে তার কপালটাই যেনো খারাপ। চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো তো স্বপ্ন, তার আগেই নিজ গ্রামের অনুন্নত সড়কে নিজের প্রাণ বিলিয়ে শান্তি পেতে হয় রুগীদের।
Leave a Reply