মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কোনও ঈদগাহে অনুষ্ঠিত হবে না ঈদের নামাজ। আগামীকাল বুধবার (২১ জুলাই) ঈদুল আযহা উপলক্ষে টাউন ঈদগাহ প্রস্তুত হলেও সেখানে জামাত হবেনা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট বিভাগীয় কমিশনারের নির্দেশে মৌলভীবাজারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এ নির্দেশ। ঈদের জামাত ঈদগাহে অনুষ্ঠিত হবে না।
তিনি আরও বলেন, ঈদগাহে না হলেও ঈদের নামাজ আদায় করা যাবে মসজিদ সংলগ্ন খোলা মাঠে। এ বিষয়ে শহরে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
ঈদের নামাজে অবশ্যই প্রত্যেককে মাস্ক পরিধান, স্বাস্থ্য বিধি মেনে নিজস্ব জায়নামাজ ও নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য অনুরোধ জানান পৌর মেয়র মো. ফজলুর রহমান।
Leave a Reply