শেখ নজরুল ইসলামঃ মৌলভীবাজারের মার্কেট বিপণী বিতান গুলোতে চলছে, ঈদের শেষ মূহুর্তের কেনাকাটা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রাখার কথা থাকলেও, তা মানছেন না কেউ। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেই বিভিন্ন অজুহাতে তা পরছেন না।
ব্যবসায়ীরা বলছেন, করোনার কারনে এতো দিন দোকানপাট বন্ধ ছিলো। তাই নারী পুরুষ থেকে শুরু করে, শিশুদের নিয়ে অধিকাংশ মানুষ ঈদের কেনাকাটায় নেমে পড়ায়, তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। ফলে সামাজিক দূরত্ব অনেকটা মানা সম্ভব হচ্ছে না।
এদিকে লকডাউন চললেও শহরের প্রধান সড়ক, মার্কেট, বিপনী-বিতান থেকে ফুটপাত সহ সব জায়গাতেই মানুষের ঢল। বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। শুধু দূরপাল্লার গাড়ী ছাড়া চলছে সবধরনের ছোট বড় যানবাহন। আর এতেই মারাত্নক ঝুঁকিতে রয়েছেন পুরো জেলাবাসী।
Leave a Reply