শেখ নজরুল ইসলাম, মৌলভীবাজারঃ রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন ব্যাপী মরহুম ইব্রাহীম আলী মাস্টার স্মৃতি পরিষদ এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে। ফতেপুর ইউনিয়ন এর ১৪টি সরকারি ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ৯০জন পরীক্ষার্থী রেজিস্ট্রেসন করে মোট ৮৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ঘটিকা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত, মোকামবাজার কেজি এন্ড হাই স্কুল কেন্দ্রে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১নং ফতেপুর ইউনিয়ন ব্যাপী মরহুম ইব্রাহীম আলী মাস্টার স্মৃতি পরিষদ এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হয়।
মরহুম ইব্রাহীম আলী মাস্টার এর বড় ছেলে মোকামবাজার কেজি এন্ড হাই স্কুল এর প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী হোসেন আহমদ ইকবাল এর তত্ত্বাবধানে ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী রানা পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়ীত্বে ছিলেন। এতে সহকারী পরিচালনায় ছিলেন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান,ইক্বরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, শাহ পরান (রাহ:) কিন্ডারগার্টেন স্কুল মোকামবাজার এর প্রধান শিক্ষক মোঃ হারুনুর রাশীদ, মোকামবাজার কেজি এন্ড হাই স্কুল এর সহকারী শিক্ষক সাইদুজ্জামান, রাবেয়া জান্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মুহিবুর রহমান রাফে।
এতে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাশ, সোনাপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি মাস্টার নিজাম উদ্দিন, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার দাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
প্রসঙ্গত: মরহুম ইব্রাহীম আলী মাস্টার ছিলেন একজন শিক্ষানুরাগী,সমাজসেবী, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য। তিনি ২০২৪ সালের ২৪ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।
Leave a Reply