ডেক্স রিপোর্টঃ মৌলভীবাজারের রাজনগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর তিনটায় থানায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মোঃ আব্দুছ ছালেক রাজনগরের আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এছাড়াও তিনি বলেন রাজনগর থানা দালালমুক্ত থাকবে এবং সেবাপ্রার্থীরা থানায় স্মার্ট পুলিশিং সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদ বকস, সহ সভাপতি জাফর ইকবাল, পূর্ণেন্দু দাশ পবিত্র, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা বকস, কার্যনিবাহী সদস্য শেখ মিরাজ আহমদ প্রমুখ।
এ সময় নবাগত ওসির সঙ্গে ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার।
Leave a Reply