শেখ নজরুল ইসলামঃ মৌলভীবাজার জেলার রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে প্রতারক মামলার আসামীকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ০৪ মে রাত ০৩:৪৫ ঘটিকার সময় রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এর নির্দেশে, এসআই (নিরস্ত্র) মোঃ সওকত মাসুদ ভূইয়া, এসআই সুলেমান আহমদ, এসআই মোহাম্মদ আজিজুল গাফফার সঙ্গীয় ফোর্সের সহায়তায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন, রাস টিলা এলাকায় অভিযান পরিচালনা করে, ঐ এলাকার নূরে আলমের ছেলে প্রতারক শাহ আলম শাওন (২৭) কে গ্রেফতার করে পুলিশ
জানাযায়, গত ২১ শে মার্চ ২০২৩খ্রিঃ তারিখ জনৈকা রায়না বেগম(৪২), স্বামী- মোঃ সমছির উদ্দিন, সাং- আদমপুর, ০৭নং কামারচাক ইউনিয়ন, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার থানায় হাজির হয়ে লিখিত ভাবে জানান যে, গত ১৯ মার্চ ২০২৩খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.২০ ঘটিকার সময় তারাপাশা সোনালী ব্যাংক হতে টাকা উত্তোলন করে বাড়ীতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ এর সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি গাড়ি থেকে নেমে জনৈকা রায়না বেগম এর সামনে এসে ১ জন মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১,০০০/- টাকা দ্বিগুন করে দিবে বলে সু-কৌশলে প্রতারনা করে নিয়ে যায় মর্মে অভিযোগ করেন। অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায়, রাজনগর থানা, মৌলভীবাজার বাদীনির লিখিত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক এসআই(নিরস্ত্র) মোঃ সওকত মাসুদ ভূইয়া এর উপর অর্পন করেন। পরবর্তীতে ২২/০৩/২০২৩খ্রিঃ তারিখ রাত ০০.৩৫ ঘটিকার সময় এসআই মোঃ সওকত মাসুদ ভূইয়া এর নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি চৌকিস টিম ঘটনার সাথে জড়িত ০৩ জন প্রতারককে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করেন। গ্রেফতারকৃত প্রতারকদের দেওয়া তথ্য মতে যাচাই বাচাই পূর্বক বিশ্বস্তগুপ্তচর ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামী শাহ আলম শাওন’কে গ্রেফতার করে এবং পরবর্তীতে বাদী থানায় এসে আসামী কে শনাক্ত করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ধৃত আসামী শাহ আলম শাওন’কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply