বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১ নং ফতেপুর ইউপির বিদ্রোহী প্রার্থী নকুল চন্দ্র দাশ সহ আওয়ামী লীগের ৯ নেতাকে স্ব স্ব সংগঠনের পদবী হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের নকুল চন্দ্র দাশ, ২নং উত্তরভাগ ইউনিয়নের শাহ সাহিদুজ্জামান ছালিক, দ্বিগেন্দ্র চন্দ্র সরকার, ৪নং পাঁচগাঁও ইউনিয়নের মোঃ শামসুর নূর আজাদ, মোঃ জহিরুল ইসলাম বাচ্চু, মোঃ সাইদুল ইসলাম বাচ্চু, ৬নং টেংরা ইউনিয়নের মোঃ টিপু খান, মোঃ আকমল হোসেন ও ৮নং মনসুরনগর ইউনিয়নের সৈয়দ গোলাম কিবরিয়া মিলন।
অব্যাহতি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চতুর্থধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় সংগঠনের পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রে পাঠানো হলো।
জানতে চাইলে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত্ বলেন, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply