এমবি নিউজ ডেক্সঃ মৌলভীবাজারের রাজনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল থেকে উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ১০টায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান, রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, মুক্তিযোদ্ধা সংসদ রাজনগর ইউনিট, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, মেধা- সংস্কৃতি বিকাশ সমাজ কল্যাণ পরিষদ, রাজনগর উপজেলা প্রেসক্লাব, রাজনগর সদর ইউনিয়ন, পল্লী বিদ্যুৎ রাজনগর, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হীড বাংলাদেশ, শহীদ তারা মিয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ পরিবারের সদস্য ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এছাড়াও উপজেলার সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বাদ জোহর বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply