এমবি নিউজ ডেক্সঃ মৌলভীবাজারের রাজনগরে টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য মেম্বার-চেয়ারম্যানদের সাক্ষাতকার নেয়া ভুয়া সাংবাদিককে পাকড়াও করে মুল ধারার সাংবাদিকরা। শনিবার(৭ আগষ্ট) উপজেলার মোকামবাজারে কথিত “সিলেট টিভি” নামের এসব ভুয়া সাংবাদিকরা সাক্ষাতকার নিতে আসলে স্থানীয় সাংবাদিকরা তাদেরকে চ্যালেঞ্জ করলে বেরিয়ে আসে তাদের পরিচয়।
জানা যায়, বালাগঞ্জ উপজেলার মনরপুর গ্রামের হৃদয় নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুকে “সিলেট অব নিউজ” নামে একটি পেইজ খুলে টিভি চ্যানেলের মত বুম(মাইক্রোফোন) তৈরি করে সিলেট বিভাগের বিভিন্নস্থানে সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বারদের সাক্ষাতকার নিতে শুরু করে। সাক্ষাতের শুরুতে সে নিজেকে (“সিলেট টিভি’র) পক্ষ থেকে ভিউয়ারদের স্বাগত জানিয়ে উপস্থাপনা শুরু করত। সাধারন মানুষজন টিভি চ্যানেলের সাংবাদিক মনে করে তার কাছে সাক্ষাতকার দিয়ে আসার সময় ২/৪ হাজার টাকা সম্মানী প্রদান করত। এভাবে এই চক্রটি সিলেটের আনাচে-কানাচে সাধারন মানুষকে প্রতারনা করে আসছিল।
গত কয়েকদিন যাবৎ তারা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে এভাবে সাক্ষাতকার নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় সহজ-সরল মানুষের কাছ থেকে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কাছে খবর আসলে,তারা কৌশলে এসব ভুয়া সাংবাদিকদের আটক করার চেষ্টা করে।
গত বৃহস্পতিবার “বিজয় টিভি’র” জেলা প্রতিনিধি জাফর খান মেম্বার প্রার্থী পরিচয়ে তার সাক্ষাতকার নিতে আসার জন্য কথিত সাংবাদিক হৃদয়ের কাছে ফোন দেন। শনিবার সকাল ১০ টায় হৃদয় সাক্ষাতকার নিতে আসলে,তাকে স্থানীয় সাংবাদিকরা ভুয়া সাংবাদিক আখ্যায়িত করে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে কথিত সাংবাদিক হৃদয় স্বীকার করে তারা আসলে সাংবাদিক নয়। তার কৃতকর্মের জন্য উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তাকে সংশোধনের সুযোগ দেবার দাবী করেন। তার ছাত্র জীবন সহ পারিবারিক অবস্থা বিবেচনা করে উপস্থিত সাংবাদিকরা তার কাছ থেকে মুছলেকা রেখে রেহাই দেন।
Leave a Reply