মঈনুদ্দিন সিদ্দিকঃ রাজনগর উপজেলাধীন কামারচাক ইউনিয়নের ৮নং ওয়ার্ড যথাক্রমে পঞ্চানন্দপুর চান্দখার হাবেলি এবং মাথাবপুর গ্রামের প্রায় ১০০ শত মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।
মহামারী করোনা ভাইরাসের সময়ে মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন (সুহেল) সিলেটে বসবাস করেও তিনি গ্রামের অসহায় গরিব মানুষের মধ্যে প্রতিবছরের ন্যায় এ- বছর শতাধিক মানুষকে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী ও ঈদে কাপড় বিতরণ করে এলাকায় সর্বসাধারণের কাছে এক মহান ব্যক্তি হিসেবে বাল্যকাল থেকে সুপরিচিত।
তিনি জানান, গত বছরেও তার পরিবারের পক্ষ থেকে বড় বোন জনাবা রাজিয়া সুলতানা (লন্ডন প্রবাসী) গ্রামের বিভিন্ন স্তরের মানুষের দৈনন্দিন জীবন যাপনের খোঁজ খবর নেয়া সহ অধিকাংশ সময়ে আর্থিক অনুদান দিয়ে দিন মজুর মানুষের পাশে দাড়াচ্ছেন তার’ই ধারাবাহিকতায় এবছরে ১০০ শত মানুষের মধ্যে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী প্রদান করেছেন।
তিনি বলেন, যাদের তাওফিক রয়েছে দান করার তারা যেনো দান সদকা করেন।বর্তমান সময়ে অনেক মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছে, একদিকে করোনার জন্য কাজকর্মহীন অন্যদিকে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। মানুষের এমন দৃশ্য দেখে তিনি কখনো সহ্য করতে পারেন না, এমন কিছু মানুষ সিলেট শহরে দেখে সেখানেও কিছু খাদ্য সামগ্রী দিয়ে এসেছেন।
বিত্তবান শ্রেণীর মানুষরা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন মনে করেন গ্রামের এই তরুণ মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মো.আসাদুজ্জামান রনি, রাজনগর উপজেলার বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সভাপতি মো.আলিম আল মুনিম, সাংবাদিক এম কাইয়ুম সুলতাম,শিক্ষক মো.আমিন আল হাসান,মো.বদরুল ইসলাম,মো. কবির মিয়া
উল্লেখ্য যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রমটি সম্পন্ন করেন।
Leave a Reply